কষ্টের দিন গুলি।

কষ্টের কবিতা May 14, 2016 10,260
কষ্টের দিন গুলি।

তুমি কি জানো কষ্টের দিনগুলো কতটা নির্মম ?

সময় থমকে যায় দুৎখরা ঘিরে রাখে হরদম

জীবন জড়ায়ে ধরে বিষধর কালপণী

সময়ের ট্রেন চলে বিয়গলের সুরে বয়ে নিয়ে গ্লানী।


জীবনে নেমে আসে অদৃশ্য কুয়াশার জাল

নিঃশ্বাসে বিশ্বাসে মৃত্যূ নেমে আসে ভেঙ্গে যায় হাল

আলোর পথ সেযে কত দূর ডানা মেলে পিপিলিকা

অন্ধকার গিলে খায় এক জোড়া চোখ লাগে বড় একা।


আকাশ হারায় মঘের কাছে মেঘ নামে বৃষ্টি হয়ে

এক ফালি চাঁদ জোত্ছনা হারায় ঝরে পড়ে ক্ষয়ে ক্ষয়ে

যে জীবন সঁপে ছিল বিশ্বাসে ভালবেসে বেঁধে রাখি

সে ভালবাসা টেনে নিয়ে যায় মৃত্যূর দুয়ারে ডাকি।


প্রেমের দেবী প্রেম দাও মোরে শত প্রাণ আজ রাঙ্গাতে

লৌহ মানবীর পাষাণ বুকের হৃদয়ের দ্বার ভাঙ্গাতে

আজ সব নিষিদ্ধ প্রাণে প্রেমের আলপনা দেব এঁকে

যুগে যুগে সব কবিরা এ প্রেমের জয় গান যাবে লিখে।