তামিমের নেতৃত্বে দল ওয়ানডে সুপার লিগের শীর্ষ চারে জায়গা করে নিলেও সেই তামিমই যাননি কিংবা যেতে পারেননি বিশ্বকাপে। এমনকি এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচও খেলেননি। তামিম ভক্তরা এখনও চাতক পাখির মতো আশা নিয়ে তাকিয়ে থাকেন, আরও একটি ম্যাচে যদি বাংলাদেশের জার্সিতে দেখা যেত তামিমকে… কিন্তু না, আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন তামিম।
সম্প্রতি শহীদ আফ্রিদির সাথে আলাপকালে এ বিষয়টি জানিয়েছেন তামিম। বিপিএল খেলতে বাংলাদেশে এসে মোহাম্মদ নবীসহ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সাথে নৈশভোজ করছিলেন আফ্রিদি। সেখানে ছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, আফ্রিদির জামাতা শাহীন শাহ আফ্রিদিও।
রাতের খাবার খাওয়ার সময় আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? শেষ?’ পাশে একটি চেয়ারে বসে তামিম তখন ব্যাট নাড়াচাড়া করছেন। আফ্রিদির প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে… জাতীয় দলে আর খেলছি না।’
আফ্রিদির ভিডিওতে মোহাম্মদ নবীও তার অবসর পরিকল্পনা জানান। তিনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে থেকে অবসর নেবেন, এরপর শুধু টি-টোয়েন্টিই খেলবেন। এ সময় মজার ছলে আফ্রিদি বলেন, এখনও তো তরুণ তুমি, খেলতে থাকো, অবসর নেওয়ার কী প্রয়োজন।
মাশরাফি বিন মর্তুজা অধিনায়ক হওয়ার পর একদিনের ক্রিকেটে শক্তিশালী দল হয়ে ওঠে বাংলাদেশ। তামিম অধিনায়কত্ব নিলে দল চলে যায় পরাশক্তির কাতারে। এমনকি তার নেতৃত্বের সময়ই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে বাংলাদেশ।
তবে সাকিব আল হাসানের সাথে দ্বন্দে জড়িয়ে তামিম প্রথমে নেতৃত্ব ছাড়েন, এরপর বিশ্বকাপেও যাননি। সাকিবের নেতৃত্বে খেলতে গিয়ে বাংলাদেশের পারফরম্যান্স ছিল বিব্রতকর। কোনোমতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা টাইগাররা ৮ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করে। যেখানে বাংলাদেশের নিচে ছিল শুধু শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।
সূত্রঃ বিডিক্রিকটাইম