আইসিসির র‍্যাংকিংয়ে মুশফিক-মাহমুদউল্লাহর অবনতি

ক্রিকেট দুনিয়া Yesterday 66
আইসিসির র‍্যাংকিংয়ে মুশফিক-মাহমুদউল্লাহর অবনতি

অভিজ্ঞ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের সাম্প্রতিক টানা ব্যর্থতা ভোগাচ্ছে দলকে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই চিত্র তাদের পারফরম্যান্সে। ব্যর্থতার সেই ছাপ পড়েছে আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়েও।


ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে গত এক দশকের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে নেমে গেছেন মুশফিক। ৯ ধাপ পিছিয়ে ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪২ নম্বরে অবস্থান করছেন তিনি। ২০১৪ সালের পর এই প্রথম শীর্ষ চল্লিশে জায়গা হারালেন এই অভিজ্ঞ ব্যাটার।


মুশফিকের মতোই বাজে অবস্থা মাহমুদউল্লাহরও। মাঠের পারফরম্যান্সের ছাপ র‍্যাংকিংয়ে স্পষ্ট। ৭ ধাপ পিছিয়ে ৫৪৮ রেটিং পয়েন্ট নিয়ে ৪২ নম্বরে আছেন তিনি। মুশফিকের ঠিক পরই অবস্থান করছেন মাহমুদউল্লাহ।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সর্বশেষ ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাজমুল হোসেন শান্ত। ৭৭ রানের সেই ইনিংসের পরও র‍্যাংকিংয়ে পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। অবশ্য আসরের প্রথম ম্যাচে ডাক খেয়েছিলেন তিনি। দুই ধাপ পিছিয়ে ২৭ নম্বরে আছেন এখন শান্ত।


বাংলাদেশি ব্যাটারদের এমন বাজে পারফরম্যান্সের মধ্যে কিছুটা ব্যতিক্রম তাওহিদ হৃদয়। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। তাতে র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার। ১৮ ধাপ এগিয়ে ৪৯৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৬৪ নম্বরে।


বাংলাদেশি বোলারদের মধ্যে উন্নতি হয়েছে কেবল তাসকিন আহমেদের। ডানহাতি এই পেসার এগিয়েছেন ৬ ধাপ। তিনি বর্তমানে অবস্থান করছেন ৩০ নম্বরে। অন্যদিকে পিছিয়েছেন সেখানে মেহেদী হাসান মিরাজ। ৪ ধাপ পিছিয়ে ডানহাতি এই অফ স্পিনার আছেন ৩১ নম্বরে।


সূত্রঃ ঢাকা পোস্ট