মাহমুদউল্লাহর বিদায় নিয়ে সাকিবের স্ট্যাটাস, যা লিখলেন

ক্রিকেট দুনিয়া Yesterday 81
মাহমুদউল্লাহর বিদায় নিয়ে সাকিবের স্ট্যাটাস, যা লিখলেন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেয়ার পর এবার ওয়ানডে থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। বুধবার (১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ।


ফেসবুকে তিনি লিখেন, সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।


তার এই বিদায়ে স্মৃতিচারণ ও শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে।


নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া ওই স্ট্যাটাসে সাকিব আরও লিখেছেন, খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং আপনার নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।