সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান!

ক্রিকেট দুনিয়া 7 hours ago 124
সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান!

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলে পরদিনই দেশে ফেরার কথা নাজমুল হোসেন শান্তর দলের। তবে দেশে ফিরে বিশ্রামের জো নেই টাইগারদের। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশের।


টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তানের বিপক্ষেই আগামী মে মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা।


আইসিসির এফটিপির অংশ হওয়া এই সিরিজ আগে থেকেই চূড়ান্ত হলেও নতুন আরেকটি দ্বিপক্ষীয় সিরিজ হতে যাচ্ছে দুই দলের মধ্যে। আগামী জুলাই-আগস্টে সেই সিরিজ হতে পারে বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।


নতুন দ্বিপক্ষীয় সিরিজটির আয়োজক হবে বাংলাদেশ।সিরিজটি নিয়ে দুবাইয়ে দুই বোর্ডের প্রধান ফারুক আহমেদ ও মহসিন নাকভির মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।


সিরিজটির বিষয়ে ক্রিকবাজকে বিসিবি ক্রিকেট অপারেশন্সের প্রধান শাহরিয়ার নাফীস বলেছেন, ‘বিসিবি এবং পিসিবি এ নিয়ে (সিরিজ) আলোচনা করেছে। সিরিজের বিষয়ে এই মুহূর্তে ইতিবাচক উভয় বোর্ডই।


দুই সিরিজের মাঝে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাবে। আগামী জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তার আগে আগামী ২৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ ম্যাচ খেলতে নামবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান।


সূত্রঃ অনলাইন