

চলতি মে মাসের শেষ দিকে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। তবে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তারপরও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।
মূলত ২৫ মে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত সিরিজটি হওয়ার কথা ছিল, তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি পরিবর্তনের কারণে বাংলাদেশ সিরিজও পিছিয়েছে। নতুন সূচি অনুযায়ী, সিরিজটি শুরু হবে ২৭ মে এবং শেষ হবে ৫ জুন।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান জানিয়েছেন, সফর নিয়ে সরকারের নিরাপত্তা সংস্থা ও ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।
উল্লেখ্য, পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।









