হারানো স্মৃতি ॥ এসপিএস শুভ

কষ্টের কবিতা April 13, 2019 5,557
হারানো স্মৃতি ॥ এসপিএস শুভ

হারানো স্মৃতি -

এসপিএস শুভ


প্রেমের স্নিগ্ধ মন,

তোমাকে নিয়ে আজও ঘিরি।

অনেক বেশি ভালোবেসে নিয়ে ছিলাম-

তোমার পিছুটান,

সব কিছু হারিয়ে আজ আমি অবসান।

হৃদয়ে কাপন জাগে,

কি যে ভালো লাগে!

উতলা হই তোমার প্রেমের অনুরাগে।

তুমি কথা দিয়েছিলে আমাকে পেতে,

এখন কি হলো সেই কথায় তাতে?

দিতে পারবে কি?

আমার হারানো স্মৃতিগুলো ফিরিয়ে!

বেঁচে থেকেও মরে গেছি,আসবে কি ফিরে?

নেশায় নেশায় দিনগুলো যাচ্ছে পেরিয়ে।