শহরে বোবার মত ঝুলছে নিরবতা
শহরের মন খারাপ আজ
নিশিবেলা কুয়াশা ভেদ করে
পূর্ণিমার চাঁদের আলো গায়ে মেখে
সে হাঁটে না ল্যাম্পপোষ্টের নিয়ন আলো চেয়ে
শহরের চোখে এক ফোঁটা পানি
ভোরবেলা সে ফিরবে না ঘরে
তার বুকে নেই কোন মায়া
সে জানে যতো বড় শহর
তত বড় নয় হৃদয়
শহরের মন খারাপ অনেক দিন
অভিমানগুলো সযত্নে লুকিয়ে রেখেছে
কৃষ্ণতলা দিয়ে বয়ে যাওয়া নর্দমাটার মাঝে
সে ফিরবে না এই শহরে
সে চলে গেছে ইটের পাহাড়ে ঘেরা
হৃদয় ওয়ালা শহরে
তার অনুপস্থিতিতে নয়নতারা ঘেরা শহরের আজ ভীষণ মন খারাপ!
আজ শহরের মন খারাপ
তানিম হাসান।