ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমির মিশন শুরু করলো ইংল্যান্ড

ক্রিকেট দুনিয়া June 20, 2024 184
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমির মিশন শুরু করলো ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। দুই দলের হাইভোল্টেজ ম্যাচে দেখা মিলে হাই স্কোরেরও। এদিন চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ক্যারিবীয়দের গড়া ১৮০ রান সহজেই টপকে ফেলেছে ইংলিশরা। এই ম্যাচে বর্তমান চ্যম্পিয়নরা জয় পেয়েছে ৮ উইকেটে ১৫ বল হাতে রেখে।


বৃহস্পতিবার (২০ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ১৮১ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট ও জস বাটলার।


ইনিংসের পাওয়ার প্লে’র আগেই দলীয় রান পঞ্চাশ ছুঁয়ে ফেলে ইংলিশরা। তাতে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে পঞ্চাশ রানের জুটি গড়ার দিক দিয়ে যৌথভাবে শীর্ষে ঊঠে যান বাটলার ও সল্ট। ১৩ ইনিংসে তারা মোট ৭ বার পঞ্চাশ রানের জুটি গড়েছেন।


ইংল্যান্ড পাওয়ার প্লে’তে ৫৮ রান করে। তবে বেশিদূর যেতে পারেননি এই জুটি। অষ্টম ওভারে আক্রমণে এসেই বাটলারকে ফেরান রোস্টন চেজ। ২২ বলে ২টি চারের মারে ২৫ রান করেন ইংলিশ দলপতি। বাটলারের আউটের পর ক্রিজে আসেন মঈন আলী। ১০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেট হারিয়ে ৮৩ রান।


তিনে নামা মঈন আলী শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। ১০ বলে ২ চারে ১৩ রান করে আন্দ্রে রাসেলের বলে চার্লসের হাতে ক্যাচ দেন ইংলিশ অলরাউন্ডার। এরপর ফিল সল্টের সঙ্গে জুটি বাঁধেন জনি বেয়ারস্টো। ইংল্যান্ডও দলীয় একশ রান পার হয়ে যায়।


ফিল সল্ট দারুণ শুরু করলেও ধীরে ধীরে নিজেকে খোলসে বন্দি করে নেন। আক্রমণটা শুরু করেন ১৬তম ওভারে। শেফার্ডকে চার মেরে ফিফটির ঘর ছুঁয়ে আরও চড়াও হয়ে ওঠেন সল্ট। শেফার্ডের এক ওভার থেকেই তুলে নেন ২৫ রান। হাঁকান সমান ৩টি করে ছক্কা ও চার। সেই ওভারেই জয়ের আরও কাছে চলে আসে ইংলিশরা।


সূত্রঃ চ্যানেল ২৪