বিশ্বকাপে ব্যর্থ হয়েই দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। টুর্নামেন্ট শুরুর আগে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্ট শেষ করতে করতে তার অবস্থান এখন র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে। বিশ্বকাপের বাজে ফর্মের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর।
২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর গত ১২ বছরে তিনি কখনো পাঁচের নিচে ছিলেন না সাকিব। তবে বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডারের নাম এখন আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ব্যাটসম্যানদের এক নম্বর জায়গা হারিয়েছেন ভারতীয় তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। এই ব্যাটসম্যানকে সরিয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। সুপার এইটে ভারতের বিপক্ষেই ৭৬ রানের ইনিংস খেলে ৪ ধাপ এগিয়েছেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ। অলরাউন্ডারদের তালিকায় আবারও শীর্ষে উঠেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফর্ম করায় শীর্ষ স্থান থেকে পাঁচে নেমে গিয়েছিলেন। এরপর নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে পারফর্ম করে দুই ধাপ এগোলেও সুপার এইটে পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় (৩ ম্যাচে ১৯ রান ও ১ উইকেট) এখন আবার পিছিয়েছেন ৩ ধাপ।