ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া June 22, 2024 194
ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার দেখা হয়েছে এই দুই দলের। যেখানে চারবারই জিতেছে ম্যান ইন ব্লুরা। এবার আরও একটি বাংলাদেশ-ভারত লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা। আগামীকাল সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।


যেখানে সুপার এইটের প্রথম ম্যাচে আফগানদের হারিয়ে ফুরফুরে মেজাজে রোহিতরা। অন্যদিকে প্রথম ম্যাচে অজিদের কাছে হেরে সুপার এইট শুরু হয়েছে বাংলাদেশের। শক্তির পার্থক্য, র‌্যাঙ্কিংয়ে অবস্থান, সঙ্গে ইতিহাস-ঐতিহ্যকে বিবেচনায় নিলে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবধান পাহাড়সম।


আইসিসির ছোট ফরম্যাটে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একটি জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দুই দলের। সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। তবে গত কয়েক বছরের মুখোমুখি লড়াইয়ে দৃষ্টি ফেরালে অন্যরকম এক চিত্রই ফুটে ওঠে।


অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। তবে সব ছাপিয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ তা নিয়ে চলছে জল্পনা। বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ বুমরাহ-আর্শদ্বীপকে নিয়ে গড়া ভারতের বিশ্বমানের বোলিং আক্রমণ। যাদের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে শান্ত-লিটনদের।


একই সঙ্গে ভারতের বোলিং ইউনিটে আছেন বিশেষজ্ঞ স্পিনার জাদেজা। যিনি এর আগেও বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন। তাই এদের সামলে খেলতে হবে ব্যাটারদের। যদিও এই ম্যাচে জয় পেতে হলে ব্যাটারদের ছন্দে ফেরার বিকল্প নেই।


ফলে ভারতের বিপক্ষে ব্যাটিং অর্ডারে সৌম্যকে দেখা যেতে পারে শেখ মেহদীর পরিবর্তে। একই সঙ্গে তানজিম সাকিবকে বসিয়ে শরিফুলকে দলে যোগ করা হতে পারে উইকেটের ডিমান্ডের জন্য।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।


সূত্রঃ ঢাকা মেইল