== আমার মন ==
= এসপিএস শুভ =
==*==*==*==*==*==*
সব আশা আমার জীবনের নীড়ে
জানিনা জীবনে আসবে কেউ,
কষ্টে বাসা বেঁধেছে এ মনে
মন ভাঙ্গা আবেগের ঢেউ।
আপন মনে মুগ্ধ হইয়া
আপন মনও আজ হইলো পর!
আমায আবেগের সূচনা কভু
আগের মতো নেওনা খবর।
আমার মনেরও সুজন হইলে
প্রথম দেখিয়া হইলাম মুগ্ধ,
আজীবন দিলে পীড়ত বিদায়
তোকে ঠাঁই দিয়ে হয়েছে অন্তরে দগ্ধ।
দুঃখ বেদনা সবারই আছে,
আছে যাওয়া আর আসার পালা!
ফুলের মতো প্রবিত্র আমার জীবন
সেই ফুলের মালা গেঁথে আজ মুগ্ধমন।
শেষ আরতি বন্দি বানায়ে
আমার স্বপ্নের প্রিয়জন,
রজনী আমার ডুবে গেছে
তবুও কাছে টানে আমার মন।