মনে পড়ে না আর মনে পড়ে না তোমায়
ভুলে গেছি সব, কিছুই নেই স্মৃতির পাতায়।
শুধু যখন রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙ্গে যায়
তখন কেন জানি মা খুব মনে পড়ে তোমায়।
তখন তোমায় পাইনা খুজে আমার আসে পাশে
যেমন ছিলে আগে আমার কাছে।
এখন আর কেউ ঘুম পাড়ানি গান শুনায় না
কষ্ট পেলে কেউ তো আর চোখের পানি মুছে দেয় না।
হোচট খেলে খেলে কেউ তো আর টেমে তোলে না
এগিয়ে চলার প্রেরণাটা কেউ দেয় না।
আমার জন্য না খেয়ে কেউ তো আর বসে থাকেনা
রুপকথার গল্প তো আর কেউ শোনায় না।
মা, কেন তোমায় এত ভালোবাসি বলো না
তোমায় ভেবে কেন আজও কাঁদি বলো না।
সবাই বলে আমি খারাপ তুমি নেই তাই
কেমনে বোঝাই তুমি আছো জুড়ে আমার পুরোটাই।