স্বপ্নের ফেরিওয়ালা
#জাহাঙ্গীর রেজা
তোমাদের এই এত বড় শহরে,
এত আপনজনের ভিড়ে,
আমার নিজেকে বড় একা লাগে,শুণ্য লাগে।
বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়।
তোমাদের বুক ভরা ভালোবাসা দেখে আমার বড় হিংসে হয়।
আমি রাতে ঘুমোতে পারিনা।
এই যে তোমরা দিনরাত স্বপ্ন নিয়ে ফেরি করো,
আমার হতাশ লাগে,
আমি পাগল হয়ে যাই,
দিনশেষে ব্যথায় কাতর হয়ে উঠি,
নিজের ব্যর্থতা পাগল করে ফেলে আমাকে।
আমাকে তোমরা নিতে পারোনা কেনো তোমাদের দলে?
আমিওতো তোমাদেরই একজন।
এ সমাজ কোন ব্যর্থতার বোঝা রাখতে চায়না,
কাউকে সুযোগ দিতে চায়না,
আছড়ে ফেলে দেয়,
দূর দূর করে দেয়।
আমি তোমাদের কাছে আজ সুখ চাইতে এসেছি,
করুণা নিতে নয়।
তোমাদের কাছে স্নেহ পেতে এসেছি,ধিক্কার পেতে নয়।
আমাকে তোমরা বরণ করে নাও,
স্বপ্ন দেখার সুযোগ দাও।
আমাকে ফিরিয়ে দিও না,
আমিও হতে চাই স্বপ্নের ফেরিওয়ালা।