দোলনচাঁপার মায়াটান

ভালবাসার কবিতা December 2, 2018 2,625
দোলনচাঁপার মায়াটান

দোলনচাঁপা গলির শেষ বাড়ি।

শুভ্রতা যার না।

শুভ্রতা নামক ইটের পাহাড়ের চূড়ায়।

গোধূলির শেষে নীল শাড়ি পরে।

কোন তরুণী এখন রাস্তা চেয়ে গুণগুণ করে না।

মায়াভরা রাস্তা দিয়ে তবুও হেটে যাই।

শুভ্রতা নামক পাহাড়ের চূড়ায় একটি কাক।

সে নির্বাক চেয় রয় !

হদলে রাঙ্গা এই বামনের দিকে।

তার ঘন কালো মায়াময় চোখে ক্ষোভ।

নিরবে বলে চলছে।

মায়াময় রাস্তা তোর জন্য নয়।

চলে যা কৃষ্ণতলা।

যেখানে লুকায়িত শহরের অভিমান।

তোর পদধূলিতে জমে পবিত্র পাপ!

না আর যাব না দোলনচাঁপার শেষ প্রান্তে।

আমার স্পর্শে যে তার পবিত্র পাপ হয়।

তবুও ভূলে যাই দোলনচাঁপার শুভ্রতা আমার জন্য নয়!