এই পৃথিবীর মাঝে একা-একটা আমার ঘর
একটা জীবন, একটা মন, একটাই সরোবর।
মন বলে চাই তুই আবার কাছে আয়
নির্জন পৃথিবীতে তোমায় না কোথা পাই!
রঙের অযুত পদ্ম লাল গোলাপি নীল,
মন বাগানে উড়ছে আজ শঙ্খচিল।
একলা থাকি, একলা আমি, একলাই রেঁধে খাই
মনের কষ্ট কেউ বুঝেনা হৃদমন পুড়ে ছাই;
একলা আমি বনের ধারে একলা বসে রই
কুঁড়ে ঘরে চাঁদনি রাতে একলা জেগে রোই।
তোমার অপেক্ষায় দিন কাটছি আসবে কবে হায়,
তোমায় আমি খুঁজে খুঁজে কোথা না পাই!
একলা মনে বনের ধারে চুপটি করে তাই
আপন মনে বনের ধারে কবিতা গান গাই॥