তোমার আমার বয়স বারে,
মনের বয়স বারেনা,
তুমি আমি একই আছি,
কেউ তো তা জানেনা,
হঠাৎ করে তুমি এলে আমার জীবনে,
মনটা আমার সাত রংঙে রাঙিয়ে দিয়ে গেলে,
এখন আমার ভাবনাতে শুধু তুমি থাকো,
তোমার বুকের মাঝে বন্ধু আমায় রেখো,
তুমি আমার চোখের জল,
তুমি আমার হাসি,বন্ধু তোমায় কতো যে ভালোবাসি,
তুমি কেনো বোঝোনা রে বন্ধু,
তুমি কেনো বোঝনা,
আমার এমন তোমাকে ছাড়া কিছুই তো বোঝেনা,
সারাজীবন থেকো পাশে,
হাতটা আমার ছেড়ো না,
তোমায় কতো ভালোবাসি তুমি কেনো বোঝোনা,
বন্ধু তুমি কেনো বোঝোনা♥♥♥♥,
আমার এ গান শুধু তোমার জন্য,
ভালোবাসার রাজপুত্র ♥♥