ছেলেবেলা ॥ এসপিএস শুভ

জীবনমুখী কবিতা April 23, 2019 7,020
ছেলেবেলা ॥ এসপিএস শুভ

সেই নিশি রাতের মাঝে চমকানো দুঃস্বপ্ন দেখে

ছেলেবেলার স্মৃতিগুলো আজও এখনো ভাসে চোখে,

আমার ছেলেবেলার কথাগুলো কি আজব মিষ্টি!

খুশি হতাম দেখে ওই মেঘলা আকাশে বৃষ্টি।

খুঁজি আজও আমার সেই হারিয়ে যাওয়া ছেলেবেলা

বাড়ির উঠানে ঘাসের সবুজে ছেলেবেলার খেলা,

মন বলে,ছেলেবেলার মতো তুই কি আজও দৌড়ে পালাস?

নাকি আবছা অন্ধকারে আজও ভূত দেখে ভয় পাস?


আজও কি মাঠের আঙ্গিনায় ঘুড়ি উড়াস তুই,

সেই ছেলেবেলার মতো কবি হতে চাস কি তুই।

ছেলেবেলার মতো আজও কি তুই খেলিস পুতুলখেলা!

নাকি আজও তোর আছে সেই ছেলেবেলার নিসঙ্গবেলা?

আজও মনে পড়ে সেই বাগানে ছুটে চলা

ঘুমের ঘরে দুঃস্বপ্নে আবল-তাবল কথা বলা।

সেই নিষ্ঠুর ছেলেবেলা-কোথায় গেলি তুই?

মন যে আজও বলে তোকে একটু ধরে ছুই।


আমি জানি, আর আসবেনা সেই ছেলেবেলা

তবুও মনযে বলে খেলি একটু লুকোচুরি খেলা,

আজও স্বাধীন আছি,স্বর্গ জয় করার মতো

তবুও ছেলেবেলার স্মৃতিগীলোর নয় মতো।

তাই আজও খুঁজি আমার সেই ছেলেবেলা;

বাড়ির উঠানে ঘাসের সবুজে ছেলেবেলার খেলা।