আমি নারী

জীবনমুখী কবিতা September 28, 2018 3,568
আমি নারী

আমি নারী,

বধূরূপে এসে হয়েছি মা,হয়েছে সংসার,

সবকিছু মিলিয়ে আমি সুখেরকুঞ্জো,

অফুরন্ত সুখ আমার মধ্য,

আমি জননী,

আমি সর্বসিদ্ধ বিশুদ্ধ এক মায়ারথ,

বিনা স্বার্থবাদী আমি মা,

আমার স্বার্থ পরিশেষ,

হয় সুখ,না হয় জ্বালা যন্ত্রণা,

কারো উপর বোঝা,

তার চেয়ে বেশি কিছু বৃদ্ধাশ্রম,

এটাই কি আমি নারীর পাওনা?

আজও উত্তর পাইনি!কিন্ত কেন?

আমি নারী,

আমার নব যৌবন নব কোমল রূপাঙ্গ,

স্নিগ্ধরুচিত অবয়ব,

সৃষ্টির শ্রেষ্ঠ প্রকৃতির রঙিন রঙ বাগিচা,

আমি পৃথিবীর শোভাকর পুষ্প,

আমি ফুল,আমি মূল রহস্য,

আমি দুর্দান্ত কামেনী কাঞ্চন মধুবন,

আমি নাড়ীজ্ঞান,আমি আবাদ ভূমি,

আমি নাশ বিনাশী রাক্ষসী,

আমি বসন্ত সুখশান্তি রঙিন কাব্যে উঠান,

আমি নরক,আমি স্বর্গ,

আমি নটি উর্বর পরিপাটি মাটি,

আমি ভীরু,আমি ভীতু,আমি দাসী।

আমি নারী,

আমি একবিন্দু শিশিরজল,

আমি সচ্ছ প্রেমরেণু,

আমি কচি শিমুলকলি,

আমি সুন্দর মর্দের শোভাকর,

আমি নারী থেকে নাড়ী,

আমি নিশি তোমার উলঙ্গ কলেবর।