............. পতিতা
........... তারেক আজিজ
আমায় তুই পতিতা বানিয়ে
বিচার দিশ আমারি নামে।
ভদ্র হলি তুই সূর্য দেখে
ধর্ষন করিস জ্যোৎস্না রাতে।
থাকতাম যদি তোর সমাজে
সাজতাম না তো খোলা সাজে।
ঠোটে রঙ আর খোলা গায়ে
থাকতে হয় যে পেটের দায়ে।
আমার চোখের নোনতা জলে
তোদের রাতের মধু মিলে।
সপ্ন ছিল ছোট্ট বেলায়
থাকব কোন অট্টালিকায়।
সপ্ন আমার ভাংতে হল
বাস্তবতা মানতে হল।
ঘুরতে হয় আজ ওলিগলিতে
পেটের খাবার রোজ মিলাইতে।
যারা রাতে সুখ কিনে নেয়
তারাই আবার মিছিল করে
জ্বালিয়ে দাও এই পতিতালয়।
যেই সমাজে ইভটিজিং আর ধর্ষনেতে ভরে রয়
সেই সমাজি ধর্ষিতাকে এলাকা থেকে তারিয়ে দেয়।
অতীতকালে তুই ধর্ষন করে ধর্ষিতা দিলি উপহার,,
পতিতাটাকে নিলাম বেছে এখন কেন আমার বিচার?
তোর মুখোশে লুকিয়ে আছে কতশত অন্যায়,,
ভদ্রতারি মিথ্যে সাজে সব অপরাধ চেপে যায়।
পাপী আমি, আমায় ফাসি দে ওহে সমাজ বিচারক,,,
বলব তবু দোষ আমার না দোষী তোরা আজীবন।