ভালোবাসার মানি ও তুমি

ভালবাসার কবিতা November 14, 2018 3,674
ভালোবাসার মানি ও তুমি

আচ্ছা ভালোবাসা মানি কী?

আমার দীর্ঘ অনুপস্থিতিতে অন্য কারো সাথে ভালোবাসার গান গাওয়া?

ভালোবাসার মানি কী, শুধুই স্মৃতি?

ভালোবাসার মানি কী, শত ভীড়ের মাঝে সুধুই তাকে খোঁজা?

হয়তো ভালোবাসার মানি, তার চুলের গন্ধ পেয়ে সারাটা এলাকা তাকে খুঁজে বেড়ানো

হয়তো ভালোবাসা মানি তাকে একপলক দেখার জন্য তার বাসার গলিটায় সারাদিন বসে থাকা

ভালোবাসা মানি কী, তার মুখটা স্বপ্নে দেখে একটি নির্ঘুম রাত?

আজও অপেক্ষায় আছি

তুই একদিন ফিরে আসবে আমার শহরে

আজও বিশ্বাস হয় না তুমি আমার নও!

তোমার স্মৃতি আজও ঘুমাতে দেয় না

দিন শেষে আজও নিজেকে একা মনে হয়।

আচ্ছা দেয়ালটা কী ভেঙ্গে ফেলা যায় না?

নাহ যায় না!

হয়তো ভালোবাসা মানি আমি জানি না

তবে জানি, তুমি আমার বুকের গভীর অন্ধকারে ছিলে!