অবহেলিতা । লেখাঃ আরাফ

কষ্টের কবিতা June 30, 2018 4,860
অবহেলিতা    ।  লেখাঃ আরাফ

অবহেলিত সময়ে অবগাহন করে

শুদ্ধ হয়েছি আজ

জনপদ তবু হয়েছে পিচ্ছিল

ভালবাসার একটি মুকুর আজও যেন অপেক্ষমান

দয়িতের কাছে প্রত্যাক্ষিতা সে তো

আজও তপস্যারতা সপ্তপর্ণী বনে

সুন্দর তবু কেন অচঞ্চল নিষ্ঠুর তবে

রত্নাভারন হয়ছে তুচ্ছ

কেশদাম জটাজুটসম

তবু অপেক্ষা আজও প্রিয়

অনন্ত সময় তবু কি বলে যায় তোমায়

সব কিছুর ঊর্দ্ধে গিয়ে

কিসের প্রতীক্ষা পথিক

যাকে প্রত্যাক্ষান করেছ একদিন

কেন তাকে খোঁজ আজ

তবে কি সব মিথ্যা ছিল

সত্য শুধু একটি মুহূর্ত

আর একটি সংকল্প

তবে ফিরে চলো নতুন পৃথিবীতে

আর সব হোক্ মিথ্যা।।