আকাশ ভেঙে বৃষ্টি নামুক - ফয়সাল হাবিব সানি

কষ্টের কবিতা October 6, 2019 5,103
আকাশ ভেঙে বৃষ্টি নামুক - ফয়সাল হাবিব সানি

আকাশ ভেঙে বৃষ্টি নামুক

প্রেম লিখব তোমার নামে

ভালোবেসে জানিনা কে কতোটা

বেদনা কিনেছি দামে!


সেই বৃষ্টিতে ভিজুক নরম কানন

আজ কাঁদুক সকল বন

ভালোবেসে জানিনা কে কতোদূরে

কার কতোটা ফেলে এসেছি মন!


কে কতোটা কার হয়েছিলো

দুজনার কেউ জানেনি তা

কার শরীরে কতোটা জ্বর

ভেতর প্রদেশে এক অবাক করা ঘা!


কেউ পারেনি বলতে আমায়-

বুকগঙ্গায় ছলকায় হঠাৎ কীসের এমন ব্যথা!

এই পৃথিবীর তামাম মানুষ কেবল স্বপ্ন দেখায়

আসলে এই পৃথিবীর কেউ-ই রাখে না কথা।


তবু আরেকবার আকাশ ভেঙে বৃষ্টি নামুক

সেই বৃষ্টি চোখের জল হয়ে যাক কারও

দিনশেষে শুধুই গ্লানি বাড়বে জানি

কাউকে সত্যি সত্যিই মনে পড়বে আরও!