মনেপড়ে - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

কষ্টের কবিতা July 7, 2017 5,591
মনেপড়ে - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

ভুলে গেলে ভাল হত, তবু ভোলা গেল না এখনও।

পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে, তবু কোনো-কোনো

মুহূর্তে তোমাকে মনে পড়ে।

স্রোতের গোপন টানে ভেসে যায় পিতলের ঘড়া।

অথচ বেদনা তার থেকে যায় তাই বসুন্ধরা

কেঁপে ওঠে ফাল্গুনের ঝড়ে।

মনে পড়ে, মনে পড়ে, এখনও তোমাকে মনে পড়ে।