এটাই আমার প্রাপ্তি - পাপিয়া পিয়া

কষ্টের কবিতা May 14, 2017 3,281
এটাই আমার প্রাপ্তি - পাপিয়া পিয়া

তোমাকে দেব বলে একটি গোলাপকে

আটকে রেখেছিলাম আমার মনের লাল সেলুলয়েডে।

চেয়েছিলাম তোমাকে দেব

কিন্তু আজ!

আজ সেই গোলাপকে হয়তো আর তাজা পাবে না,

পাবে না তার সুগন্ধ


তোমাকে ভালোবেসে আমার প্রাপ্তির খাতাটা পরিপূর্ণ

শত গোলাপের কাঁটা বিঁধেছে আমার ফুসফুসে।

আমাকে করেছে ক্ষত-বিক্ষত!

হয়তো এটাই আমার প্রাপ্তি!