বুকের মধ্যে চোরাবালি - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

কষ্টের কবিতা January 6, 2017 3,475
বুকের মধ্যে চোরাবালি - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

অন্ধকারের মধ্যে পরামর্শ করে

গাছগাছালি,

আজ এই রাত্রে কার ভাল আর

মন্দকার।

হাওয়ার ঠাণ্ডা আঙুল গিয়ে স্পর্শ করে

ঠিক যেখানে

বুকের মধ্যে নদী, নদীর বুকের মধ্যে

চোরাবালি।

স্রোতের টানে

আশিরনখ শিউরে ওঠে অন্ধকার।