তুমি নেই ; কোথাও তুমি নেই
গোধূলীতে হেঁটে মিশেছো অন্ধকারে
অথচ পাঁজর প্রকোষ্ঠে গভীর বেদনায়
ধ্বনিটির বারবার হয় প্রতিধ্বনি
ফিরে ফিরে আসে চেনা কণ্ঠস্বর
অনুভূতির ইন্ধনে কথার জলকেলি।
তুমি নেই ; অথচ দীর্ঘ অালাপচারিতায়
স্মৃতির ঠোকাঠুকি, স্পর্শের আমেজে
বুজে থাকি চোখ নিরিবিলি নিশ্চুপ।
তুমুল ঝড়ে বিধ্বস্ত বৃক্ষ বনস্থলী
ভার হয় আকাশ, কালো রাজহাঁস
হাওয়ার তীব্র বিরোধে প্রতিকূলে আছড়ে
পড়ে গাঙচিল, বন্দরে ভিড়ে না জাহাজ।
তুমি নেই ; অথচ তুমিই ঝড়ের পূর্বাভাস !