আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্তই। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে আর তিনি নেতৃত্ব দিতে ইচ্ছুক নন বলে জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদকে।
গত বছর নাজমুল হাসান (পাপন) সভাপতি থাকার সময় এক বছরের জন্য তিন সংস্করণেই অধিনায়কের দায়িত্ব পান শান্ত। সেই বছর শেষ হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে তাই আপাতত কোনো অধিনায়ক নেই বাংলাদেশ দলের।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য শান্তর নেতৃত্বের মেয়াদ সম্পর্কে জানতেন না। বিপিএলের ম্যাচ চলার ফাঁকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রেসবক্সে কথোপকথনের সময় সংবাদকর্মীদের কাছ থেকে তিনি জানতে পারেন অধিনায়কের মেয়াদ শেষ হয়ে গেছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নেতৃত্বে পরিবর্তন আসছে না, সেটি নিশ্চিত করে দিলেন বিসিবি প্রধান।
“শান্ত তো দলের বাইরে গেছে ইনজুরির জন্য। সে ফিরবে অধিনায়ক হয়েই। ওর মেয়াদ আপনারা বলছেন যে গত বছর পর্যন্ত ছিল। তবে আমরা যা ভেবেছি, ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক থাকবে। পরেরটি আমরা পরে দেখব। তবে আপাতত সে থাকবে।”
চোটের কারণে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি শান্ত। সেই সফরে টেস্ট ও ওয়ানডে সফরে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টি লিটন কুমার দাস। শান্ত চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন এবারের বিপিএল দিয়ে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের আর কোনো খেলা নেই। বিপিএল শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এরপর কয়েক দিন পরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবেন শান্তরা।