শূন্যপুর কত দূর - বঙ্গ রাখাল

কষ্টের কবিতা December 2, 2016 2,944
শূন্যপুর কত দূর - বঙ্গ রাখাল

শুন্যতার পাশাপাশি দাঁড়িয়ে

ভুলেছি শুণ্য তাই জীবন

পুঁটিজীবনের সাথে পাল্লা দিয়ে

বেড়ে ওঠে লবনাক্ত শুন্যতা...


বেদনার তুফান বুকে তুলে

হাঁটি হাঁটি পা পা করে

ছুঁটে চলি দূর হতে বহু দূর

সময়কে হার মানায় প্রত্যাশিত জীবন

যে জীবনকে ভালোবেসে

দাঁড়িয়েছিলাম তোমার মুখোমুখি

আজ বুঝলাম তা মলিন এক ধূসর শুধুই মরীচীকা

বেদনার শূন্যপুর।