কোনও কোনও রাত এত দীর্ঘ থেকে
দীর্ঘতর কেনো হয়?
কেনো এক ফোঁটা অশ্রু হয়ে যায়
অথৈ সমুদ্দুর?
কেনো কারণে-অকারণে ভেঙে চুরমার
হয়ে যায় হৃদয়?
এত বেশি কাছে থেকেও তুমি
কেন এত বহুদূর?
চলে যাও...
যদি সুখ খুঁজে পাও
অন্য কোথাও।
আমিও চলে যাবো
সমুদ্রের ওপারে আকাশ
একটা বিষণ্ন বিকেল সঙ্গে নিয়ে
আমি ভেসে যাবো,
আমারই অশ্রু দিয়ে গড়ে ওঠা
উত্তাল তরঙ্গরাশিতে।
মৃত্যুকেই আমি আলিঙ্গন করে নেবো
কষ্ট মোড়ানো হাসিতে।
কোনও কোনও রাতে এত বেশি
অন্ধকার নামে কেনো?
নিকষ কালো-
সেই ভালো
আমিতো অন্ধকারেই হারিয়ে যেতে চেয়েছিলাম
তোমার বদলে যাওয়া দেখে
অন্ধকার গায়ে মেখে
তোমার চলে যাওয়া মেনে নিলাম।
মনে রেখো
একদিন তোমার শহরে বৃষ্টি নামবে
আকাশজুড়ে
আমি তখন বহুদূরে
একটি অবহেলিত পার্কের বেঞ্চিতে
বসে একা-
তুমি জানালায় চোখ রেখো
পাবে একটি হলুদ পাখির দেখা।
ঝাপসা চোখে যদি মনে পড়ে কোনও স্মৃতি
পাখিটাকে বলে দিও সব কথা
তবু নয় কোনও প্রেম-প্রীতি।
'দাঁড়াও' বলে সেই যে তুমি গেলে
তারপর কেন আর ফিরে না এলে?