দীর্ঘশ্বাসের কবিতা - নুরুজ্জামান লাবু

কষ্টের কবিতা November 29, 2016 2,415
দীর্ঘশ্বাসের কবিতা - নুরুজ্জামান লাবু

সত্যিই, আমি কেউ নই...

আমি কারুর কেউ নই, তবু

কারো জন্য কেন পথ চেয়ে রই?

এই ভেবে...

একটি কাঁঠগোলাপ

উড়ে গেলো পাখি হয়ে,

রৌদ্রজ্জ্বল দিনেও ঝড়ে পড়লো

এক ফোঁটা বৃষ্টি,

ভরা বরষাতেও চৌচির

হয়ে গেলো এক প্রেমিকের হৃদয়,

লোকাল বাসে ঘরে ফিরে এলো

অসংখ্য 'উড়ন্ত চুম্বন',

বিকেলের ম্লান আলোয় দাঁড়ালো

একজন পথিক,

সে হেঁটে গেলো তেপান্তরের দিকে

তারপরে মাঠ, একটি পাহাড়, সবুজ ঘাস

এখানেই আটকে আছে আমার দীর্ঘশ্বাস।


সত্যিই আমি কেউ নই, কারুর নই, তবু

আমাকেই যদি খুঁজে ফেরো কভু

এসো, আমি আছি এই ঘাস-পাহাড়ে মিশে

চিনে নিয়ো আমার ফেলে আসা দ্বীর্ঘশ্বাসে।


তুমি হাজার মাইল দূরে

তবু...

কেন দিচ্ছ বিষবাষ্প ছুঁড়ে?