যদি ভালবাসা সত্য হয়

কষ্টের কবিতা November 24, 2016 3,850
যদি ভালবাসা সত্য হয়

যদি ভালবাসা সত্য হয়, পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবো কখনো আমি এটাও সত্য।


ভালবাসা যদি সত্য হয় চোখ বুঝলেই তুমি পাবে আমায়।

বাস্তবে নয় স্বপ্নে আর কল্পনায়।


নিঝুম রাতে চাঁদেরও পাশে

তারা হয়ে জ্বল্ব তোমারই চোখে।


যদি ভালবাসা সত্য হয়!


তখনো তুমি খুজবে আমায় হারানো অতীতে,

যদি ভালবাসা সত্য হয়।


সত্য সত্য সত্য যদি ভালবাসা সত্য হয়।


না খুজলে তুমি মেনে নেব আমি ভালবাসা সত্য নয়!


খুজলে মেনে নেব সব ভালবাসাই সত্য হয়।



শুধু অবহেলায় হারিয়ে যায়।



যদি ভালবাসা সত্য হয় ,


ছাঁয়া হয়ে থাকব তোমারি পাশে।


সূর্য হয়ে দিনে চাঁদ হয়ে রাতে।


যদি ভালবাসা সত্য হয়।

সত্য সত্য সত্য যদি ভালবাসা সত্য হয়!


সত্য সত্য সত্য যদি ভালবাসা সত্য হয়।