তুমি পাশে নেই বলে - শাওন

কষ্টের কবিতা August 5, 2016 8,731
তুমি পাশে নেই বলে - শাওন

"তুমি পাশে নেই বলে "

____________ শাওন


এখন অনেক রাত,

কোথাও কেউ জেগে নেই

আখি যুগলে নেই ঘুমের ছায়া,

ঘুম যেন অভিমান করেছে

আজ আর দেখা মিলবে না,

র্নিঘুমে কেটে যাবে সারাটি রাত।

কারন শুধু একটাই,

আজ তুমি পাশে নেই।


তাই বসে পরলাম, ডায়েরীটা নিয়ে

তোমাকে নিয়ে লিখবো কবিতা

গান আর ছন্দের কল্পকথা।

কলমটা একটুও কালি দিচ্ছেনা আমায়,

ও যেন আজ রেগে আছে ।

কারন শুধু একটাই

তুমি পাশে নেই বলে।


দক্ষিনের জানালা খুলে দিয়েছি

দেখবো চাঁদের মায়বী মুখ।

চাঁদটা যেন বারবার

তোমার রুপের কাছে হার মানছে

আর লজ্জায় লুকাচ্ছে মেঘের আড়ালে।

এ দৃশ্য দেখে,

আমার হৃদয়ে আনন্দের জোয়ার বইছে

তবে এই জোয়ারের কোনই মূল্য নেই।

কারন শুধু একটাই

আজ তুমি পাশে নেই।