তুমি জানো না প্রিয়তমা - শাওন

কষ্টের কবিতা July 28, 2016 2,960
তুমি জানো না প্রিয়তমা - শাওন

কতো ঝড় তুফান যায় প্রিয়তমা,

কতো ঝড় তুফান যায় তুমি জানো না।


কতো সুখে আছি আমি,

কতো ভালো আছি তুমি জানো না।


নিজেরে ভালোবেসেছো প্রিয়তমা?

বাসো নি?

তুমি জানো না প্রিয়তমা, তুমি জানো না।


কার মন কতো আয়নার খন্ড কার প্রেম কতো ভন্ড

তুমি জানো না প্রিয়তমা, তুমি জানো না।