দুঃখকে পেয়েছি - সজল মালাকার

কষ্টের কবিতা June 27, 2016 6,930
দুঃখকে পেয়েছি - সজল মালাকার

দুঃখকে পেয়েছি।

সজল মালাকার।


কেউ যদি আমাকে প্রশ্ন করে, সুখ কি?

আমি হয়তো সঠিক উত্তর দিতে পারবো না।

কেউ যদি আমায় প্রশ্ন করে, দুঃখ কি?

বলবো আমি খানিক হেসে,

সেতো আমার আপনজন, নিত্যদিনের সাথী।


আমি দুঃখকে আপন পেয়েছি,

যখন আমার বয়স ছিলো, নয় কিংবা দশ,

বাবাকে হারিয়ে ছিলাম তখন অকালে,

বঞ্চিত হয়েছিলাম চিরতরে পিতার স্নেহ থেকে।


আমি দুঃখকে পেয়েছি,

যখন অভাব-অনটনে থাকতে হয়েছিল অনাহারে তখন।


আমি দুঃখকে পেয়েছি,

যখন অর্থাভাবে বন্দ হয়ে যেতে বসেছিলো আমার লেখা-পড়া,

অভাবের আগুনে পুড়ছিল আমার উচ্চশিক্ষা লাভের স্বপ্ন তখন।


আজ যখন মন থেকে,

সকল দুঃখ স্মৃতি মুছে ফেলে,

সুন্দর জিবনের স্বপ্ন দেখছি,

তখন দুঃখ স্মৃতি উকি মারে মন মাঝে।

ভাঙতে চায় আমার সাজানো স্বপ্ন।


এমনি করেই কি জিবন যাবে?

ভাবছি অবিরত,

দুঃখ আর আমি সইবো কত।

পাবো না কি সুখের ছোঁয়া এ জিবনে,

জানবো না কি কভু আমি সুখের মানে।