- আমি বহুবার
- ওয়াহিদ
আমি বহুবার কেঁদেছি ,,তবুও আসে নি কোন জল .....
আমি বহুবার খুঁজেছি ,,তবুও পাইনি পথের দিশা ,
এতো কান্না ,,খুঁজার মাঝেও কাটেনি আমার নিশা ।।
আমি বহুবার চেয়েছি ,,তবুও পারিনি বলতে তোমায় .....
আমি বহুবার চেয়েছি ধরতে তোমার হাত .....
এই ভেবে কেটে গেল অনেক সময় ,,কাটলো একা রাত ...
আমি বহুবার চেষ্টা করেছি ,
বহুবার বলেছি .....
বহুবার ধৈর্য ধরেছি ,
তবে পারিনা আমি আর ......
পারছি না এখন করতে বাকি সময় পার
মনের ও কি দোষ ,
তাতো বহুবার আশায় ছিল
বহুবার চেষ্টা করেছিল
কোন বার হয়নি তার পাওয়া
আজো এক তার চাওয়া
আমি বহুবার বলতে চেয়েছি
ভালবাসি তোমায়
আজো তা হয় নি তোমায় বলা
আমি বহুবার বুঝাতে চেয়েছি
আমি ভালবাসি তোমায়
কিন্তু বুঝ নি তা তুমি