
কথা ছিলো দেখা হবে
হলোনা আর দেখা,
সুখের রাজ্যে চলে গেলে
আমায় রেখে একা।
যওনি বলে ভালোবাসায়
কি ছিলো মোর অপরাধ
শুধুশুধু দিয়ে গেলে মিথ্যে প্রেমের অপবাদ।
নিনদুকের ওই নিন্দা কথায়
ভঙে দিলে আমার হৃদয়,
কেমন করে জানালে আমায়
চলে যাচ্ছি বন্ধু বিদায়।
হয়তো কবু হবে না আর
তোমার আমার দেখা,
ক্ষমাটুকু করে দিও
চলে যাচ্ছি একা।
যাবার বেলায় দেবার মতো
কিছুই আমার নাই
চলে যাচ্ছি চলে যাচ্ছি গুড বাই গুড বাই।।।।









