কিশোরি

ভালবাসার কবিতা April 26, 2016 5,208
কিশোরি

কিশোরি তুমিকি জান?

তোমায় ভেবে পাড় হয় আমার বিনিদ্র কত রজনী।


কিশোরি তুমিকি বুঝ?

তোমার জন্য আমার হৃদয়ে আছে ভালোবাসার খনী।


কিশোরি তুমিকি শোন?

চিৎকার করে আমি তোমায় ভালোবাসি কথাটি বলি।


কিশোরি তুমিকি দেখ?

তোমায় নিয়ে আমি নিরন্তর কবিতা লিখে চলি।