ঐ আকাশটা নীল চেয়ে দেখো,
ঐ সাগরের সাথে আছে কতো মিল।
কেনো জানো?
ভালোবাসার জন্য।
চেয়ে দেখো,
ফুটেছে কত রং বেরংয়ের পুষ্প
ঐ পুষ্প কাননে,
কত মৌমাছি সেথা
উড়ছে ছন্দে আনন্দে।
কেনো জানো?
ভালোবাসার জন্য।
চেয়ে দেখো,
ঐ আকাশে চাঁদ ছড়াচ্ছে জ্যোৎস্নার আলো,
জ্যোৎস্নার টানে নদীর বুকে,
জোয়ার ভাটা নেমে আসে।
কেনো জানো?
ভালোবাসার জন্য।
পাহাড়ের বুক ছিড়ে ঝর্ণা নদী হয়ে বয়ে যায়,
চেয়ে দেখো,
মিশেছে নদী সাগরের মোহনায়।
কেনো জানো?
ভালোবাসার জন্য।
কত রাত জেগে থাকি তোমার কথা ভাবি,
দু'চোখের পাতায় কতো স্বপ্ন সাজিয়ে রাখি।
কেনো জানো?
ভালোবাসার জন্য।
তুমি অনেক দূরে তবুও মনে হয় আছো পাশে,
আমার হৃদয়ের কাছে।
কেনো জানো?
ভালোবাসার জন্য।