চৈত্রের ঝরাপাতা- ফয়সাল হাবিব সানি

ভালবাসার কবিতা February 24, 2019 3,593
চৈত্রের ঝরাপাতা- ফয়সাল হাবিব সানি

তোমার বুক যেনো এখন চৈত্রের উত্তপ্ত উঠান!


অার অাজন্ম এ বিশ্বের ভাঁপসা বাতাস নিঃশ্বাসে শুষে চৈত্রের ঝরাপাতার মতো অামি তোমার ঐ বুকের ‘পরে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিক্ষণ ঝরতে থাকি প্রচণ্ড অবলীলায়…



তবে প্রত্যহ অামি ঝরাপাতা হয়ে ঝরলেও অামার বাসনারা উদ্যত অাজ তোমার বুকে ঝরে যেতে; তোমাকে ছোঁবার সাধ যে এতোদিনে পূর্ণ হয়েছে অামার!



তোমার বুক ছুঁয়েছি কেবল, কিন্তু হৃদয়কে ছুঁতে পারিনি অাজও।



তোমার হৃদয়কে ছোঁবার সাধ, বাসনা, বাঞ্চা অামৃত্যু অামার শরীরের প্রতিটি স্পন্দনে স্পন্দিত, অামার রক্তের ভেতর তোমার রক্তের স্রোত নিয়ত প্রবহমান…




তবে এভাবে ঝরতে ঝরতে দেখে নিও তোমার বুক ভেদ করে ঠিকই তোমার হৃদয়ের কাছাকাছি পৌঁছে যাব কোনো একদিন, দিনশেষে অপরাহ্নের সূর্যের ন্যায় রাঙা রক্ত হয়ে কোনো না কোনো একদিন প্রবল বেগে প্রবাহিত হব তোমার শরীরের মধ্যে!