স্বপ্নকাব্য - এসপিএস শুভ

ভালবাসার কবিতা January 16, 2019 4,396
স্বপ্নকাব্য - এসপিএস শুভ

স্বপ্নকাব্য

এসপিএস শুভ

°



তুমি আমি,

দুজনে হাতে হাত রাখি

স্বপ্নের মাঝে ভালবাসা মাখি.. .. ..

এসো,

তুমি আমি স্বপ্ন দেখি

বিশ্ব ঘুরে অজানা ফাঁকি ।

সে বিশ্বে,

তুমি আমি দুজনে একা

সে পথ চলেছে আঁকা বাঁকা.. .. ..

দুজনে,

বেঁধেছি ছোট্ট একটা ঘর

সারা জনম হবোনা পর ।

এই তো,

পূরণ করবো আজ স্বপ্নকে

জড়িয়ে ধরলাম যে তোমাকে.. .. ..

এভাবে,

ভালবাসা থাকবে কি জনম কাল ?

তুমি আমি দুজনার চিরকাল ॥