যদি তুমি চাও

ভালবাসার কবিতা December 9, 2018 5,056
যদি তুমি চাও

আমি উড়ো চিঠি হব


মেঘেদের বাড়ি যাব


পাখিদের ভীড়ে হারাবো


যদি তুমি চাও।


তোমার জানালা দিয়ে আসা আলো হব


তোমার বাগানের ফুল হব


তোমার ফেলে রাখা কলম হব


যদি তুমি চাও।


তোমার না বলা কথা হব


তোমার না গাওয়া গান হব


তোমার হাসির কারন হব


যদি তুমি চাও।


তোমার উদাসী মনের মাঝি হব


তোমার নিঃচুপ চোখের চাওনি হব


তোমার না লেখা গল্পের শিরোনাম হব


যদি তুমি চাও।


যদি তুমি চাও তবে


ওই আকাশে জোসনা রবে


তোমার ঠোটে হাসির দেখা ফেলে


অজানাতেও দেব পাড়ি সব দুঃখ ভুলে।