আমার চলাচল

কষ্টের কবিতা December 9, 2018 2,930
আমার চলাচল

মুখে হাসি চোখে জল

এরই মাঝে আমার চলাচল

চলছে সময় কাটছে প্রহর

আমায় ছাড়াই চলছে তোমার শহর

আজ অবেলায় ভাবছি তোমায়

একা একা এই জোসনায়

ভাবছি বসে তোমার কথা

নিয়ে অবেলায় হারানো ব্যাথা

তোমার নামে লিখছি চিঠি এই নিরালায়

নেই যে কোনো পথ জানা পাথাবো কোন ঠিকানায়

চোখ বুজলে তোমায় দেখি

চোখ মেললে সবই ফাকি

এ কোন ধাঁধার মাঝে আমি

সব প্রশ্নের উত্তর তুমি

হারানো পথের বাঁকে

মন তোমার ছবি আঁকে

নেই শেষ এই অপেক্ষার

তবু ব্যার্থ চেষ্টা মনকে বোঝাবার