আজ শহরের মন খারাপ

কষ্টের কবিতা December 3, 2018 6,711
আজ শহরের মন খারাপ

শহরে বোবার মত ঝুলছে নিরবতা

শহরের মন খারাপ আজ


নিশিবেলা কুয়াশা ভেদ করে

পূর্ণিমার চাঁদের আলো গায়ে মেখে

সে হাঁটে না ল্যাম্পপোষ্টের নিয়ন আলো চেয়ে


শহরের চোখে এক ফোঁটা পানি


ভোরবেলা সে ফিরবে না ঘরে

তার বুকে নেই কোন মায়া

সে জানে যতো বড় শহর

তত বড় নয় হৃদয়


শহরের মন খারাপ অনেক দিন

অভিমানগুলো সযত্নে লুকিয়ে রেখেছে

কৃষ্ণতলা দিয়ে বয়ে যাওয়া নর্দমাটার মাঝে


সে ফিরবে না এই শহরে

সে চলে গেছে ইটের পাহাড়ে ঘেরা

হৃদয় ওয়ালা শহরে


তার অনুপস্থিতিতে নয়নতারা ঘেরা শহরের আজ ভীষণ মন খারাপ!



আজ শহরের মন খারাপ

তানিম হাসান।