তুমি তো কেবল পুরুষই ছিলে, প্রেমিক ছিলে কবে?

কষ্টের কবিতা September 30, 2018 4,508
তুমি তো কেবল পুরুষই ছিলে, প্রেমিক ছিলে কবে?

পুরুষ প্রেমিক


তুমি তো কেবল পুরুষই ছিলে, প্রেমিক ছিলে কবে?

লাল দু'টো ঠোঁটে আঙ্গুল ছুইয়ে-প্রশ্ন করেছিলে সেদিন

রক্ত জমেছে বুঝি ঠোঁটে?

বোঝনি তুমি চুমুর শেষে লজ্জা ছাড়া রক্ত কেম্নে জোটে..!


মুগ্ধ হয়ে দেখনি কখনো আমার

লম্বা বেনী অথবা চুড়ি কিংবা কাজল পড়া চোখ।

মাঝেমাঝে কেবল চুল ছোয়ার অযুহাতে ছুতে আমার বুক..!

বুকেই হাজার মুগ্ধতা তোমার,অন্য কিছু তো ছিলো আজগুবি নিরর্থক।



মাঝে মাঝে যখন শাড়ি পড়তাম,আলতা টাও তো পড়তাম পায়-

কাচের চুড়ি গুলো হাত ভর্তি পড়ে গোছালো হয়ে থেকেছি তোমার অপেক্ষায়।

দেখোনি তুমি,তাকাওনি চোখে"

চোখ বন্ধ করে দেখেছো শুধু শাড়ির নিচের দেহটায়।


অভিমান হত,কাঁদতাম একা,তবুও ছুয়ে থাকতে চেয়েছি তোমার আঙ্গুল

নেশায় ছিলে ভীষন, শুধু আঙ্গুল কি আর প্রিয় লাগে তখন.?

জানতাম আমি,বুঝতাম সবই তবুও ছাড়িনি

হয়ত ভালোবাসি একটা কারণই মূল।


হাজার রাত ও জেগেছি নিদ্রা নিয়ে চোখে

বুঝতে দেইনি, কান্না করিনি ভালোবাসা খুন হওয়ার শোকে।

একবারও কি তোমার চোখ ছুয়ে যায়নি আমার চোখের আহাজারি যত?

যাবেই বা কেমনে!


তুমি তো তখন প্রেমিক হওনি -পিয়াস মিটিয়েছো যত..।

প্রেম চিনোনি, মন চেনোনি, চিনেছো তো কেবল দেহ।

আদরে আদরে একে দিয়েছো মনে হাজারো ব্যথার ক্ষত-

দিনে দিনে ঘৃণা বেড়েছে-ভালোবেসেছি ঠিক যত..!