আমার মিলন লাগি তুমি - রবীন্দ্রনাথ ঠাকুর

ভালবাসার কবিতা June 10, 2018 3,676
আমার মিলন লাগি তুমি - রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মিলন লাগি তুমি

আসছ কবে থেকে।

তোমার চন্দ্র সূর্য তোমায়

রাখবে কোথায় ঢেকে।

কত কালের সকাল-সাঁঝে

তোমার চরণধ্বনি বাজে,

গোপনে দূত গৃহ-মাঝে

গেছে আমায় ডেকে।



ওগো পথিক, আজকে আমার

সকল পরাণ ব্যেপে

থেকে থেকে হরষ যেন

উঠছে কেঁপে কেঁপে

যেন সময় এসেছে আজ,

ফুরালো মোর যা ছিল কাজ -

বাতাস আসে, হে মহারাজ,

তোমার গন্ধ মেখে।