হৃদয়ে তুমি আছো - ফয়সাল হাবিব সানি

ভালবাসার কবিতা January 8, 2018 6,102
হৃদয়ে তুমি আছো - ফয়সাল হাবিব সানি

তোমাকে আমি আমার হৃদয় ভেবেছি

একবার তুমি সেখানে তাকিয়ে দেখো-

দেখবে অনাদিকাল থেকে শুধু তুমি পড়ে আছো,

আমি সেই `তুমি’কে বুকে ভরে হাসতে হাসতে নির্বিঘ্নে বয়ে বেড়াচ্ছি আমার প্রেমের মতো…

তুমি যেন আমার প্রেমের মতো গাঢ় আর বেদনার মতো প্রগাঢ়; হৃদয়ের মতো নিঃসীম প্রদাহ!

একবার তুমি প্রেমকে বিশ্বাস করো-

পাঠ করো এ হৃদয়ের প্রতিটা অক্ষর,

শুনতে পাবে শুধু তোমার নাম-

সেখানে তুমি পড়ে আছো;

একবার অন্তত তুমি আমার হৃদয়ে তাকাও-

সেখানে শুধু তুমি আর তুমি বসে আছো,

একবার তুমি আমার ওই চোখের দিকে তাকাও-

চোখ রেখে একবার তুমি মুখ ফুঁটে বলো, `ভালোবাসি না’?

আমি জানি, বলতে যেয়ে তোমার ঠোঁট ভীষণ কেঁপে উঠবে! তুমি মুখ লুকোবে লজ্জায়;

কারণ তোমার চোখ ততোক্ষণে আমার চোখের ভেতর ঢুকে গেছে!

একবার শুধু স্পর্শ করো আমায় তোমার কোমল করতলে-

দেখবে তুমি শিউরে উঠবে! শরীরজুড়ে ভীষণ কাঁপন উঠবে তোমার;

মুহূর্তেই আমার থেকে দূরে ছিটকে পড়বে তুমি…

কিন্তু ততোক্ষণে আমার বুক তোমায় বুকে টেনে নেবে প্রবল উৎসাহে-

বলোতো, কোথায় যাবে তুমি?

এই যে দেখছো হাঁড়, মাংস, চামড়া

আর গভীরে দেখছো হৃৎপিণ্ড;

সবকিছু বলেছে আমায়, দিয়েছে সাক্ষ্য-

ওদের ভেতরও নাকি তুমি মিশে আছো!

আমার পাঁজরের রক্ত ঝরতে ঝরতে বলেছে,

সেখানেও নাকি তুমি খেলা করো, খেলতে খেলতে আমায় তুমুল পাগল করে তোলো-

আরক্ত রক্তে তোমার এ উত্তেজনা আমায় কি রকম মাতাল করে তোলে!

একবার শুধু তুমি `আমি’ হয়ে যাও-

আমরা দু’জন অভিন্ন হয়ে যাব চোখ থেকে চোখে, ঠোঁট থেকে ঠোঁটে, মুখ থেকে মুখে, হৃদয় থেকে হৃদয়ে, শরীর থেকে শরীরে, ভেতর থেকে ভেতরে- বৃন্ত থেকে দু’জনে না হয় ফুটব সদ্য যৌবনপ্রাপ্ত একটি লাল গোলাপের মতো আমাদের হৃদয় থেকে পৃথিবীর সমস্ত হৃদয়ে ছড়িয়ে পড়বে অমৃত তৃষা…

একবার শুধু আমার হৃদয়ে হাত দাও-

সেখানে তোমার অস্তিত্ব শুয়ে থাকে, সেখানে তুমি পড়ে আছো;

আমি অনাদিকাল থেকে সেখানে বিদীর্ণ দাহে প্রেমের মতো পুঁষেছি তোমাকে!