রূপন্তিমা - মতিয়ার রহমান

ভালবাসার কবিতা January 7, 2018 2,956
রূপন্তিমা - 
মতিয়ার রহমান

রূপন্তিমা, আমি তোমাকে খুঁজে পাই,ফুলবাগানের প্রজাপতির মাঝে

হাসনাহেনা, গন্ধরাজ, শিউলি ফুলের রঙে

মধ্যরাতের ঝিঝিপোকার ডাকে, ভোরের পাখির কোলাহলে ।

আমি তোমাকে খুজে পাই মটরশুটির ক্ষেতে, চন্দনা নদীর তীরে ।

দূর্বাঘাসের পাখনায়, ভিজে মেঘের দুপুরে।

আমি তোমাকে খুঁজে পাই নিরহংকার পথে, নিরহংকার মনে।

আলোকিত শাসনে, আমার ভবিষ্যতে

আমি তোমাকে খুঁজে পাই শতাব্দীর নীল আকাশে, বাঁকা চাঁদে ।

দিনের কমলা রোদে, বিলুপ্ত নগরীর পাশে ।

আমি তোমাকে খুঁজে পাই মুক্তমঞ্চের শ্বাসরুদ্ধ স্লোগানে, ক্ষুধার্তদের পাণ্ডলিপিতে।

প্রতিবাদি নারীর আক্রোসে, নতুন ভোরের আকাঙ্খাতে।

আমি তোমাকে খুঁজে পাই বিস্তির্ণ উল্লাসে, স্বপ্নের ধ্বনিতে ।

পৃথিবীর ক্রমমুক্তিতে, আমার নিস্তব্ধ অতীতে।

আমি তোমাকে খুঁজে পাই ক্লান্তহীন নাবিকের গর্বে, রক্তক্লান্ত কাজের আহ্বানে।

প্রতিশ্রুতি রক্ষার সাহসিকতায়, শান্তি সংঘের ধর্মে, নির্বাণে ।

আমি তোমাকে খুজে পাই আমার উদ্যম অনুপ্রেরণায়,

আমার দাঁড়িয়ে থাকা শ্রেষ্ঠতর বেলাভূমিতে।