একবার ডাক দিয়ে দেখো আমি কতোটা কাঙাল,
কতো হুলুস্থূল অনটন আজম্ন ভেতরে আমার।
তুমি ডাক দিলে
নষ্ঠ কষ্ঠ সব নিমিষেই ঝেড়ে মুছে
শব্দের অধিক দ্রুত গতিতে পৌছুবো
পরিণত প্রণয়ের উৎসমূল ছোঁব
পথে এতোটুকু দেরিও করবো না।
তুমি ডাক দিলে
সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরোদ্যান হবো,
তুমি রাজি হলে
যুগল আহলাদে এক মনোরম আশ্রম বানাবো।
একবার আমন্রণ পেলে
সব কিছু ফেলে
তোমার উদ্দেশে দেবো উজাড় উড়াল,
অভয়ারণ্য হবে কথা দিলে
লোকালয়ে থাকবো না আর
আমরণ পাখি হয়ে যাবো, -খাবো মৌনতা তোমার
স্বপ্নের ফেরিওয়ালা September 18, 2019 7,190
চৈত্রের ঝরাপাতা- ফয়সাল হাবিব সানি February 24, 2019 3,595
একলা আমি ॥ এসপিএস শুভ February 10, 2019 4,473
স্বপ্নকাব্য - এসপিএস শুভ January 16, 2019 4,398
যদি তুমি চাও December 9, 2018 5,057
দোলনচাঁপার মায়াটান December 2, 2018 2,628
ভালোবাসার রাজপুত্র November 19, 2018 4,904
আকাশ ভেঙে বৃষ্টি নামুক - ফয়সাল হাবিব সানি October 6, 2019 5,105
ছেলেবেলা ॥ এসপিএস শুভ April 23, 2019 7,023
হারানো স্মৃতি ॥ এসপিএস শুভ April 13, 2019 5,560