পরস্পর - সংগৃহীত

ভালবাসার কবিতা April 27, 2017 2,758
পরস্পর - সংগৃহীত

আমায় তোমার কেমন লাগে,

আমি বিহীন লাগবে কেমন?

কাঁদবে ভেবে এই এতোটুক?

এই এতোটুক চন্দ্রগ্রহণ?


তন্দ্রাবিহীন একটুকু রাত,

আমায় ভেবে শুন্য দুহাত

কাঁপবে ভীষণ? কাঁদবে ভীষণ?

আমি বিহীন কেমন লাগে?

জানার ভীষণ ইচ্ছে জাগে,


ভীষণ রকম। কিন্তু জানো,

এই হিসেবে, বেহিসেবের সংখ্যা অনেক,


আমার কেবল ইচ্ছে জাগে, জানতে ভীষণ,

আমায় তোমার কেমন লাগে!

কেমন লাগে একজনমের সকল ভাগে।

তোমারও কি ইচ্ছে জাগে?

তোমায় আমার কেমন লাগে।